খাগড়াছড়িতে ১ লক্ষ ১৬ হাজার ৪১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে-ডা. নুপুর কান্তি দাশ

129

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন এ জেলার ১ লক্ষ ১৬ হাজার ৪১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাতাকানা রোগসহ ভিটামিনের অভাবজনিক রোগ দুর করতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙ্গের এবং ১২ থেকে থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙ্গের ক্যাপসুল খাওয়া হবে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) খাগড়াছড়ির সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেসব্রিফিং এ তথ্য জানান সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ।
অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা: মিঠন চাকমা, জেলা তথ্য অফিসার বাম্পী চক্রবর্তী, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তনয় তালুকদার, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রতন খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়য়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, জেলার ৯ উপজেলার ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৯২২ জন টিকাদান কর্মীসহ ১ হাজার ৮৭২ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহন করবেন।