কাপ্তাই প্রতিনিধিঃ-কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দীনের বিরুদ্ধে সাময়িক বহিস্কাদেশ প্রত্যাহার করেছে রাঙ্গামাটি জেলা যুবলীগ। এতে নাসির উদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি পদে পুনর্বহাল হলো।
সোমবার (৬ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এদিকে, বিষয়টি নিশ্চিত করে মোঃ নাছির উদ্দীন বলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী যুবলীগ কর্তৃক তার বিরুদ্ধে সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব অর্পন করায় তিনি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীর পথ চলায় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, দলীয় শূঙ্খলা ভঙ্গের দায়ে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাসির উদ্দিনকে স্বপদ থেকে গত ৩ জানুয়ারী ২০২১ তারিখে সাময়িক ভাবে বহিস্কার করা হয়।