শান্তিক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন

255

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়ন এর উদ্যোগে ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বের) সকালে বান্দরবানে সেনাবাহিনীর ৭ফিল্ড এ্যাম্বুলেন্সের প্রশিক্ষণ মাঠে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্টিত হয়। এসময় বান্দরবানের বিভিন্ন অসহায় ও দরিদ্র চক্ষু রোগীরা উপস্থিত হয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করে। এসময় রোগীদের বিনামুল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি), ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ আনোয়ারুল হকসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।