নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন মিয়ার কাছে স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপি প্রদানকালে কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলঅম শাকিল, এডভোকে সাইফুল ইসলাম পনিরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বারকলিপিতে বলা হয়, বেগম খালেদা জিয়া নানা জটিলতায় ভুগলেও সরকার কোন কর্ণপাত করছেনা, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশ পাঠানো না হলে যদি অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটে তার দায় সরকার এড়াতে পারবে না।