আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, কেউ ভোটারদের ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা-মোহাম্মদ মিজানুর রহমান

114

হারাধন ও আজগর আলী, রাজস্থলীঃ-রাজস্থলীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রার্থীরা বলেছেন আমরা ভোট কেন্দ্রের শতভাগ নিরাপত্তা চাই। ভোট কেন্দ্রে নির্বিঘেœ যাওয়া এবং ভোটাররা তাদের কাঙ্খিত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে নিশ্চয়তার দাবী জানানোর জবাবে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আপনার নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, কোন প্রার্থী সহিংসতা কিংবা ভোটারদের ভয়ভীতি দেখানোর প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক আরো বলেন, নির্বাচনে সংঘাত বাদ দিয়ে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখুন। পাহাড়ে নির্বাচন পরিচালনা করা অনেক কষ্টের কাজ, সকলের সহযোগীতা ছাড়া কোন ভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ন নির্বাচনের জন্য যা যা করার দরকার প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা করা হবে। তাই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা আশাকরি আপনাদের শতভাগ নিরপেক্ষ ভোট উপহার দেবো।
তৃতীয় দফায় আগামী ২৮ নভম্বের রাজস্থলীতে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্টিত এ মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মীর মোদ্দাদছের হোসেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী ক্যাম্প কমান্ডার মেজর হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, রিটানিং অফিসার উৎপল বড়ুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মফজল আহমদ খান, চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আদোমং মারমা, ঞোমং মারমা, রশিদ আকন, ছালমা আক্তার, জয়নুল আবেদীন, নুরুল আলম, শিমুল দাস, আবু মুছা। আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলায় তিনটি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে।