রাজস্থলী মিতিঙ্গাছড়িতে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সেনাবাহিনী

143

রাজস্থলী প্রতিনিধিঃ-রাজস্থলীতে বসবাসরত দূর্গম পাহাড়ী জনগোষ্টির শীত নিবারণের লক্ষে উপজেলার মিতিঙ্গাছড়ি, নাড়াইছড়ি, বলি পাড়া, হাতিছড়া এলাকার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ৫৬ অটল কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদের নির্দেশনায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে কাপ্তাই জোনের ৫৬ ইস্ট বেঙ্গলের জোন কমান্ডারের উদ্যোগে রাজস্থলী আর্মি ক্যাম্প ও মিতিংঙ্গাছড়ি পাড়া আর্মি ক্যাম্পের সহযোগিতায় পাড়ার অসহায় ও দুস্থ ১২০ পরিবারের মাঝে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মাদ হাসান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, মিতিঙ্গাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহসানুল কবীর, সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম, ওয়ারেন্ড অফিসার শুক্কুর, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কর্মকারসহ এলাকার হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ কালে মেজর হাসান বলেন, শান্তি সম্প্রীতি উন্নয়নে সেনাবাহিনী সব সময় জনগনের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। পার্বত্য চট্টগ্রামে জীবন বাজি রেখে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলসহ সারা দেশে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রীয় নির্দেশ পালনে নিয়োজিত। ফলে আপনাদের দুঃখ দুর্দশা আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য আপনাদের পাশে আছি, থাকবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিতরণ কালে শীতবস্ত্র হাতে পেয়ে খুদিরাম ত্রিপুরা বলেন, শীতের আবাস পাওয়ার আগেই এলাকার অসহায় ও দুস্থ পরিবারের নারী পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় সেনাবাহিনী কাপ্তাই জোনকে ধন্যবাদ জানান।