হারাধন কর্মকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে আ. লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আদোমং মারমাকে বিজয় করার লক্ষে বিশাল প্রচারণা শুরু করেছেন এক ঝাঁক জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টার সময় ইসলামপুর বাজার, ছালাম মার্কেট, শফিপুর, বাঙ্গালহালিয়া বাজার, ডাক বাংলা পাড়া, ছাগল খাইয়া, রহমতিয়া পাড়াসহ বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়ায় নৌকার প্রচারণা করেন।
আয়োজিত প্রচারণায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, জেলা আ. লীগের যুগ্ন সম্পাদক সন্তোষ চাকমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, দিপ্তময় তালুকদার, মিন্টু মারমা, মউচিং মারমা ময়না, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, অভয় চাকমা, মোঃ হানিফ, উথাইমিন মারমা, পুলক বড়য়া, হ্লাথোয়াই মারমা গঞ্জ, চথোয়াইনু মারমা, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রবার্ট ত্রিপুরা, অংছাইনু মারমা, হারাধন কর্মকার, শামসুল আলম, মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, পুলক চৌধুরী, সুইচাপ্রু মারমা, লংবতি ত্রিপুরা, রিয়াজ উদ্দিন রানা, অংসুইচিং মারমা বিজয় প্রমুখ।