প্রথমবারের মত নানিয়ারচরে অনুষ্ঠিত হচ্ছে ঘুড়ি উৎসব

106

নানিয়ারচর প্রতিনিধিঃ-মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মত নানিয়ারচর উপজেলায় ঘুড়ি উৎসব আয়োজনের উপজেলা নির্বাহি অফিসারের অফিস কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহি অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঘুড়ি উৎসব আয়োজক কমিটির আহব্বায়ক নুরজামাল হাওলাদার। উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর ও ঘুড়ি উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব সারোয়ার কামালসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
উৎসবটি সুষ্টভাবে সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে সভায় জানানো হয় যে আয়োজিত এই ঘুড়ি উৎসব এ সকলে শ্রেণী পেশার এবং সকল বয়সী উন্মুক্ত অংশ গ্রহণ করতে পারবে, পহেলা ডিসেম্বর বিকেল ২ ঘটিকায় এই ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণী পুরস্কার বিতরণ করা হবে।