রাঙ্গামাটিতে এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত

153

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের দীর্ঘ ৮মাস পর দেশের অন্যান্য স্থানের মতো রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০ থেকে রাঙ্গামাটিতেও এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর।
এবারে শুধু গ্রুপ ভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) তিনটি বিষয়ে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার রাঙ্গামাটি জেলায় ৩০টি কেদ্রে মোট ৯২৯৫ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে জেলায় ২০টি পরিক্ষা কেন্দ্রে ৮১২৩জন এসএসসি পরিক্ষার্থী, ৫টি কেন্দ্রে ৭১১জন কারিগরি পরিক্ষার্থী এবং ৫টি কেন্দ্রে ৪৬১ জন দাখিল পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন।