রাঙ্গামাটিতে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু

127

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর উদ্যোগে এবং রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে রাঙ্গামাটিতে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল থেকে রিটার্ন জমা নেওয়া শুরু হয়। প্রথম দিন রিটার্ন জমাদানকারীর উপস্থিতি কম থাকলেও জমাদানের শেষ সময়ের আগে রিটার্ন জমাদানকারীর উপস্থিতি বাড়বে বলে কর বিভাগ সূত্রে জানানো হয়।
সূত্রটি জানায়, করোনা ভাইরাস মহামারীর কারণে এবার আয়কর মেলা হচ্ছে না। রাঙামাটি জেলার অর্ন্তগত যে সকল করদাতাগণ সার্কেল-৬১, রাউজানে আয়কর রিটার্ন দাখিল করতেন বা নতুন করদাতা হিসেবে আয়কর রিটার্ন জমা করবেন তাদের সুবিধার জন্য কর বিভাগ চার দিনব্যাপী এই কার্যক্রম চালাচ্ছে।
সোমবার ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে এই আয়কর রিটার্ন জমা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।