খাগড়াছড়ি প্রতিনিধিঃ-বর্তমান সরকার উন্নয়নের সরকার, সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামে ও উন্নয়নের ধারা অব্যহত আছে। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। যেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া যাচ্ছে না সেখানে সোলার প্যানেলের (সৌর বিদ্যুৎ) মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। এই বছর আরো ৪০ হাজার পরিবারকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
শনিবার (১৩ নভেম্বর) সকালে খাগড়াছড়ির পানছড়ি নালকাটা পুলিন পুর শিলাচার বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে এ সব কথা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
তিনি আরো বলেন ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা না করলে পার্বত্য চট্টগ্রামের অবস্থা আরো উন্নত হতো।
অনুষ্ঠিত দিন ব্যাপী কঠিন চীবরদান অনুষ্ঠানে সকালে বৌদ্ধ নর-নারীরা পঞ্চশীল গ্রহনের পর বুদ্ধ কঠিন চীবরদান, মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচক ছিলেন, আদি কল্যান মহস্থবির ভান্তে মহাস্থবির ভান্তে, বিহারধ্যাক্ষ জ্ঞান জ্যোতি মহাস্থবির ভান্তে। অনুষ্ঠানে দেশ জাতি তথা সকলে মঙ্গল কামনাপ্রার্থনা করা হয়।