দেশের সবখানে অন্যায় অবিচার চরমে উঠেছে- শামসুজ্জামান দুদু

156

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পার্বত্য এলাকাসহ দেশের সবখানে অন্যায় অবিচার চরমে উঠেছে। দ্রব্যমুল্য বৃদ্ধিতে মানুষ না খেয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি শামসুজ্জামান দুদু। তিনি দেশ নেত্রী খালেদা জিয়া ও বিএনপি নেতা তারেক রহমানের উপর অন্যায় আচরণ করা হচ্ছে উল্লেখ করে বলেন, এ অন্যায় অবিচারের একটা সুরাহা হওয়া প্রয়োজন। তিনি বিএনপি নেতা তারেক রহমানকে স্বসম্মানে দেশে ফিরিয়ে এনে মানুষের দুরাবস্থা পরিবর্তনে কাজ করতে বিএনপির দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
শনিবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন উদ্বোধন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ আহবান জানান।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউটে আয়োজিত জেলা সম্মেলনে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোটেক দীপেন দেওয়ান, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল মনিষ দেওয়ান ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার বিএনপির নেতাকর্মীও কাউন্সিলাররা যোগ দেন।