রাজস্থলীতে কৃষি বিভাগ কর্তৃক প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

111

রাজস্থলী প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা কৃষি বিভাগের উদ্যাগে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়।
বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান, প্রাণী সম্পদ কর্মকর্তা তৌফিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আরিফ ইসলামসহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার সাংবাদিকবৃন্দ। কৃষকদের সময় মত বীজ ও সার প্রয়োগ করার জন্য আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।