মোহনা টেলিভিশন প্রসিদ্ধ চ্যানেল হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে-আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ

184

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে মোহনা টেলিভিশনের ১ যুগে পদার্পণ ও বর্ষপূতি উদযাপন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সন্মেলন কক্ষে মোহনা টেলিভিশনের ১যুগে পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ।
এসময় বাসস রাঙ্গামাটি প্রতিনিধি মো. মনসুর আহম্মেদের সঞ্চালনায় ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মহুয়া জান্নাত মনি’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামল ঝিমি, এসএ টিভি রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মো. সোলায়মানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ মোহনা টেলিভিশনের ১ যুগে পদার্পণ ও বর্ষপূতি উদযাপনকে স্বাগত জানিয়ে বলেন, মোহনা টেলিভিশন বাংলাদেশের বেসরকারী প্রাইভেট টিভি চ্যানেলগুলোর মধ্যে অন্যতম প্রসিদ্ধ টেলিভিশন চ্যানেল হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। মোহনা টেলিভিশনের প্রতিটি অনুষ্ঠান রুচিশীল। তাই আগামীতেও সঠিক ও বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার অগ্রপথিক হিসেবে মোহনা টেলিভিশন তাদের দক্ষতার প্রমান দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় আলোচনায় বক্তারা রুচিশীল অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় মোহনা টেলিভিশনের প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে মতব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে মোহনা টেলিভিশনের ১ যুগে পদার্পণ ও বর্ষপূর্তি আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।