বাঘাইছড়ি প্রতিনিধিঃ-পাহাড়ের অবিসংবাদিত নেতা ও সাবেক সংসদ সদস্য শ্রী মানবেন্দ্র নারায়ন লারমার ৩৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকালে জুম্ম জাতীর শোক দিবস উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা জেএসএস, (সংস্কার) অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলাস্থ বাবুপাড়ায় বাঘাইছড়ি থানার জেএসএস সংস্কার এর সভাপতি জ্ঞানজিব চাকমার সভাপতিত্বে শ্রদ্ধাঞ্জলী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালো ব্যাজ ধারনসহ শ্রী মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক প্রস্তাব পাঠ করা হয়। এতে রাঙ্গামাটি জেলা শাখা জেএসএস এর সাংগঠনিক সম্পাদক সুরেশ কান্তি চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিরা ছিলেন, দেব প্রসাদ দেওয়ান অধ্যক্ষ কাচালং সরকারি ডিগ্রী কলেজ, সাগরিকা চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ, ভদ্রসেন চাকমা, প্রধান শিক্ষক, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় ।
স্মরণ সভায় বক্তারা সকলে মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ ও চেতনাকে ধারণ করে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এর লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর জুম্ম জাতির ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সভায় জেএসএস সংস্কার ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড্ডয়ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে বলে সংশ্লিষ্ট সুত্র থেকে জানানো হয়।