থানচি প্রতিনিধিঃ-স্বাধীনতা ৫১ বছর পর অভিন্ন মানদন্ডে আলোকে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অক্টোবর ২১ মাসের থানচি থানাকে শ্রেষ্ট থানা হিসেবে নির্বাচিত করে পুরস্কার হিসেবে স্বারকে সনদ গ্রহন করেছেন থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়।
রবিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় হতে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায় জানান, অত্র বছরে গড়ে পাঁচ-ছয়টার বেশি মামলা হয় না। যে কয়টি মামলা হয় তাও মাদকসংক্রান্ত। খুব বড় কিছু না ঘটলে কেউ থানায় মামলা করতে আসেন না। এরপরও পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে। মামলা হয় না বলে আমরা বসে থাকি না। আইন শৃঙ্খলা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং কাজ করছে। স্থানীয় ভাবে বিভিন্ন অনুষ্ঠানাদির ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছি আমরা। কোনো সময় মাসের পর মাস একটা জিডি (সাধারণ ডায়েরি) পর্যন্ত হয় না। জায়গা-জমি বিরুধের কোনো মামলা নেই। গত কয়েক বছরে দুটি মাত্র মামলা হয়েছে। তাও মাদক সংক্রান্ত’ যোগ করেন তিনি। সূদ্বীপ রায় আর ও বলেন, যেকোন পুরষ্কার কাজের উদ্যম বাড়িয়ে দেয় বহুগুন। অশেষ ধন্যবাদ জানাই সম্মানিত পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম স্যারকে আমাদের সম্মানিত করার জন্য। এছাড়া ধন্যবাদ জানাই থানচি থানার সকল অফিসার ও ফোর্সদের যাদের পেশাদারী কর্মকান্ডে জন্য আমাদেরএই অর্জন।
খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গামাটি জেলার অধীনে ১৯৬৯ সালে থানচি থানা প্রতিষ্ঠিত হয়। শুরুতে বাঁশের বেড়া দিয়ে তৈরি ছিল থানা কার্যালয়। বর্তমানে গণপূর্ত বিভাগের উদ্যোগে ২০১৮ সাল থেকে একটি দৃষ্টিনন্দন চারতলা ভবণ রয়েছে। জেলা সদর থেকে থানচির দূরত্ব ৮৫ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী থানচিতে মোট ২১ হাজার জনসংখ্যা রয়েছে। থানচি সদর, বলিপাড়া, তিন্দু ও রেমাক্রি এই চারটি ইউনিয়ন নিয়ে থানচি উপজেলা। এর মধ্যে তিন্দু ও রেমাক্রি দুই ইউনিয়ন এখনও পুরোপুরি মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা। উপজেলার প্রত্যেকটি এলাকা একদিকে দুর্গম, অন্যদিকে পাহাড় ও বনাঞ্চলবেষ্টিত।
তবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, তিন্দুমুখ বড় পাথর, নাফাকুম লেক, সংরক্ষিত সাঙ্গু রিজার্ভ বন, ঝিরি-ঝরণা ও ঘন বনজঙ্গল ভ্রমণপিপাসুদের পছন্দের সব জায়গা এই থানচিতে অবস্থিত। এছাড়া মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, বম, ত্রিপুরা, খুমী, ম্রো এবং খিয়াং আটটি পাহাড়ি সম্প্রদায় মিলে একটি নৃতাত্ত্বিক বৈচিত্র্যও রয়েছে।
সম্প্রীতি থানচি থানা স্বাধীনতা ৫১ বছরে জাতির পিতা বঙ্গবন্দু জন্ম শতবছরে শ্রেষ্ট থানা হিসেবে পুরস্কৃত করার পুলিশ সুপার জেরিন আখতারকে অভিনন্দন জানিয়েছেন থানচিবাসী সকল।