সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারে দানোত্তম মহান কঠিন চীবর দান সম্পন্ন করা হয়েছে।
বিলাইছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নভেম্বর (রবিবার) বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পি.এস.সি.জোন কমান্ডার, দীঘলছড়ি জোনের পক্ষে মেজর রাজু আহমেদ, উপ-অধিনায়ক দীঘলছড়ি জোন, বিলাইছড়ি রাঙ্গামাটি এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, স্বদ্ধর্মভান্ডারীক ড.প্রিয়দর্শী ভিক্ষু, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
এছাড়াও, অন্যান্যদের মধ্যে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার শিবু দাশ, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংঘতি লোক ভদন্ত বজিরা নন্দ মহাথের, পরমান্দ মহাথের, ধর্মান্দ মহাথের, জ্ঞানবংশ মহাথে, আর্য্যলঙ্কার মহাথের, দীপঙ্কর থের, অনুরুদ্ধ থেরো,দেব বংশ থেরো, বোধিশ্রী থেরো। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্ন্নূনন্দ থের।
স্বাগত বক্তব্য রাখেন, দেবতিষ্য ভিক্ষু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অংচাখই মার্মা সাধারণ সম্পাদক, পালবার লিং সেন্টার বাংলাদেশ।
সকালে বৌদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং কল্পতরু দান নানাবিধ দান এবং বিকালে কঠিন চীবর দান ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়।
হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে পালবার লিং সেন্টার বাংলাদেশ ও বিলাইছড়ি বাজার সার্জনীন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবমিত্র থের।
সন্ধ্যায় হাজার প্রদীপ ও ফানুস উত্তোলনের মধ্যদিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠান সমাপ্তি হয়।