মাটিরাঙ্গা প্রতিনিধিঃ-“মুজিববর্ষে পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানে খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। শনিবার (৩০ অক্টোবর) সকালে জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে থানা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদুল আলম।
অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা, সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের কালো থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশসহ সকলের সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।
এদিকে একই শ্লোগানে জেলার গুইমারাতেও কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। সকালে গুইমারা থানা পলিশের আয়োজনে গুইমারা বাজার থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা সহ কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
এছাড়াও জেলা সদর, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়িসহ বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।