বিলাইছড়িতে ইউপি নির্বাচনঃ মনোনয়নপত্র প্রত্যাহার করলেন চেয়ারম্যান ১ জনসহ মোট ৬ জন

260

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন চেয়ারম্যান ১ জন সহ মোট ৬ জন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায় যে, চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন তিনি হলেন-১নং বিলাইছড়ি ইউনিয়নের ভূবন জয় তঞ্চঙ্গ্যা। এইসব বিষয়ে ভূবন জয়ের সঙ্গে ফোনে কথা হলে বা কি কারণে প্রত্যাহার করলেন বলে জানতে চাইলে-তিনি স্ব- ইচ্ছায় প্রত্যাহার করেছেন বলে জানান। অন্য সাধারণ সদস্যরা হলেন, কেংড়াছড়ি ইউনিয়নের ৩ জন ও ফারুয়া ইউনিয়নের ২ জন বলে জানা যায়।
একদিকে, ১নং বিলাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মধ্যে একজন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভদ্রসেন চাকমা প্রতীক নৌকা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনীল কান্তি দেওয়ান প্রতীক আনারস ও অমিতাভ তঞ্চঙ্গ্যা (মিথুন) প্রতীক টেবিল ফ্যান। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারণ সদস্য পদে বাবুলাল তঞ্চঙ্গ্যা সহ ২৪ জন।
অন্যদিকে, ২নং কেংড়াছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন তার মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রামাচরণ মার্মা (রাসেল) প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমরজীব চাকমা প্রতীক আনারস, সমতোষ চাকমা প্রতীক চশমা, টিপু চাকমা প্রতীক ঘোড়া আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে জ্ঞান তালুকদার সহ ১৯ জন।
আরেক দিকে, ৩নং ফারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে ১ জন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা প্রতীক আনারস, চাথোয়াই মার্মা প্রতীক ঘোড়া ও নির্মল তঞ্চঙ্গ্যা প্রতীক টেলিফোন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা সহ ৩১ জন।
তাহলে, সবমিলিয়ে বিলাইছড়ি উপজেলায় ৪টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন এবং সাধারণ সদস্য ৭৪ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন। সব মিলিয়ে (১১+২৪+৭৪+২) (এক এক এক) ১১১ জন আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনে অংশ গ্রহন করছেন বলে জানা যায়।