নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির কাপ্তাইয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কাপ্তাই ইউপি সদস্য সজিবুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার মধ্যরাতে কাপ্তাই নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন-মো. আলাউদ্দিন (৪৫), মো. সালাউদ্দিন (৫৫) ও আব্দুল জলিল।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত ২জন কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে কাপ্তাই নতুন বাজার এলাকায় আওয়ামীলীগ মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ পদপ্রার্থী ও মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগের বহিষ্কৃত সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদলের সমর্থকদের কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়। এতে কাপ্তাই ইউপির বর্তমান মেম্বার সজিবুর রহমান ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে রাঙ্গামাটি কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানিয়েছেন, কাপ্তাই ‘বাজারে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি থেকে মারিমারির ঘটনায় ইউপি সদস্য সজিবুর রহমানের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ৪ জনকে পুলিশ আটক করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর রাতে সন্ত্রাসীদের গুলিতে কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমা নিহত হন। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় কাপ্তাই উপজেলায় ২ জন নিহত হয়েছেন।