অগ্নি সংযোগ ও পুজা মন্ডপে ভাংচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ

111

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-শারদীয় দুর্গোৎসব এর সময় কুমিল্লা নানুয়ারদীঘির পাড়ে পুজামন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে ধর্ম অবমাননার অভিযোগ তোলে পুজামন্ডপ ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ দেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের প্রতিবাদে বিচারের দাবিতে রাঙ্গামাটিতে সর্বস্তরের সনাতনী সমাজের উদ্যোগে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় রাঙ্গামাটি পৌরসভা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মহাজন, অমর কুমার দে, পঞ্চানন ভট্টাচার্য্যসহ ইসকনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা দুর্গাপুজার সময় দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একাত্তরের মৌলবাদি শক্তি এখনো দেশে বিদ্যমান রয়েছে। তারা সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন নামে হামলা করেছে। সরকার ও প্রশাসন আন্তরিক হলে সাম্প্রদায়িক শক্তিকে রোধ করা সম্ভব হতো।
সমাবেশ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্নবাসনসহ ক্ষতিপুরণ প্রদানের দাবি জানান।