ঝুলন দত্ত, কাপ্তাইঃ-গণযোগাযোগ অধিদপ্তরের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) এর আওতায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা সোমবার (২৫ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী’তে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় জীবন, তথ্য, জন্ম নিবন্ধন, বাল্য বিবাহ, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, করোনাকালে শিশু ও নারী বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা বিষয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে তথ্য কর্মকর্তা মোঃ হারুন এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।
সভায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মার্মা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানাসহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার ৪০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।