দীঘিনালা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

238

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালা জোনে থেকে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৩অক্টোবর) সকালে দীঘিনালা জোন সদরে কবাখালি উত্তর মিলনপুর এলাকার মোঃ ফরহাদ (১৮), দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোন এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট মুহতাদি বিন মুনির আর্থিক সহায়তা প্রদান করেন। দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মোঃ ফরহাদ (১৮), এর ২০১৭ সালে তার বাবার মৃত্যুর পর পরিবারের ভরন পোষণ কষ্টকর হয়ে দাড়ায়। ফলে তার মা ক্ষেত খামারে কাজ শুরু করেন। ৪ সদস্যের পরিবার এবং পড়ালেখার খরচ চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়ে। তাই পড়ালেখার পাশাপাশি তিনিই পরিবারের ভরণ পোষনের জন্য দিনমুজুরের কাজ করে থাকেন, করোনা কারনে কোনো দিকে কোনো কাজ কর্ম না থাকায় তাকে এইচ,এস,সি পরীক্ষার ফরম ফিল-আপের টাকা যোগান দিতে হয় ধার দেনা করতে হয়েছে। দীঘিনালা জোন অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়। আর্থিক সহায়তা পেয়ে ফরহাদ এর মা মোসাঃ ছকিনা বেগম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।