নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এসোসিয়েশনের জেলা সন্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রীতিরেশ দেওয়ান প্রধান অতিথি হিসেবে সন্মেলন উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণী সম্পদ এসোসিয়েশনের রাঙ্গামাটি জেলা সভাপতি কুঞ্জ বিহারি চাকমার সভাপতিত্বে স্থানীয় একটি রেস্তোরার অডিটরিয়ামে অনুষ্ঠিত সন্মেলনে জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন দে, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রতন কুমার দে, চিংহ্লাউ মারমা, সুশীল চাকমা,দীপালি চাকমা, কর্ণরাজ খীসা, মানিক বড়ুয়া ও রতন কান্তি নাথ বক্তব্য রাখেন।
সন্মেলনে বক্তারা বলেন, রাঙ্গামাটির পাহাড়ের দুর্গম এলাকায় প্রাণী সম্পদ খাতের উন্নয়নে উদ্ভাবিত প্রযুক্তিগত গবেষণা জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়ে তা সম্প্রসারণের ক্ষেত্রে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যে কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রাণী সম্পদ খাত দিন দিন অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। পাহাড়ের মানুষের পুষ্টি ও প্রোটিন চাহিদা মিটিয়ে দেশরে অন্যন্য অঞ্চলের চাহিদা পূরণ করে চলেছে। তাই এ প্রাণী সম্পদ খাতকে আরো সম্প্রসারনের ক্ষেত্রে নবগঠিত বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।
বক্তারা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের স্বার্থে ১০ম গ্রেড বাস্তবায়ন, অর্গানোগ্রামে প্রমোশন পদ যুক্তকরণ ও নিয়োগ বিধি সংশোধনের জন্য জোর দাবী জানান।
এর আগে জেলা এসোসিয়েশন এর বাষির্ক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় জেলা সম্পাদক উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন দে বার্যিক রিপোর্ট ও অর্থ সম্পাদক উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুদীপ দেওযানজি আয়ব্যয় হিসাব পেশ করেন।
পরে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ২২ সদস্যের বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এসোসিয়েশন রাঙ্গামাটি জেলা নামে নতুন কমিটি গঠন করা হয়।