ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

184

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-বুদ্ধ পুজা, পুজনীয় ভিক্ষু সংঘকে পিন্ড দান, চীবর দান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে শুক্রবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হলো কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব।
দানোৎসবে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. পামাক্ষা মহাথের। ওয়াগ্গা হেডম্যান পাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ কেমিন্দা মহাথের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া ইছামতি ধাতুচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমঙ্গল মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত উ পঞ্চাবংশ মহাথের। এছাড়া প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদার এবং সম্মানিত দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী।
ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত বিদল জ্যোতি চাকমা, ভদন্ত ক্ষেমানন্দ ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাবদি থের। উক্ত অনুষ্ঠানে ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার সহ স্থানীয় গন্যমনান্য ব্যাক্তিবর্গ এবং দুর দুরান্ত থেকে আগত দায়ক দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।