প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে-মোহাম্মদ মিজানু রহমান

69

নিজস্ব প্রতিবেদকঃ-মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি এ শ্লোগানে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০বছর পুর্তি উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকালে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এসএম ফেরদৌস ইসলাম, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। সরকারি বেসরকারি সকল পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা যদি থাকে তাহলে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমে আসবে। তিনি স্বেচ্ছাসেবকদের আরো আন্তরিক হয়ে জনগনের মাঝে সচেতনতা বাড়ানোর আহবান জানান।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সামনে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।