কাপ্তাই থানার শিশু অপহরণ মামলার আসামী মুছাকে সাতকানিয়া হতে গ্রেপ্তারঃ ভিকটিম উদ্ধার

104

কাপ্তাই প্রতিনিধিঃ-রাঙ্গামাটির কাপ্তাই থানায় শিশু অপহরণ মামলার পলাতক আসামী মুছা অবশেষে কাপ্তাই থানা পুলিশ এর হাতে ধরা পড়লেন।
কাপ্তাই থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ নাসির উদ্দীন এর দিক-নির্দেশনায় থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ শওকত ওসমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নারী ও শিশু অপহরণ মামলার আসামী মোঃ মুছাকে (২৩) শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভা এলাকা হতে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয় এবং একই সাথে আসামীর সঙ্গে থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, গত ২৯ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর লকগেইট এলাকা হতে জেটিঘাট এলাকার ১৬ বছরের এক শিশুকে অপহরণ করে কাপ্তাই ব্রিকফিল্ড এলাকার মোঃ মুছা। গত ২ অক্টোবর অপহৃত শিশুটির বাবা বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। এরপর হতে শিশুটিকে উদ্ধারে পুলিশ নানামুখী তৎপরতা চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা আসামী এবং অপহৃত শিশুটিকে শুক্রবার দিবাগত রাত ৩ টায় সাতকানিয়া হতে উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।