নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচরের ক্যাংগালছড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ছলা প্রু মার্মা নিহত হয়েছে।
গত মধ্যরাতে রাঙ্গামাটির নানিয়ারচরের (খাগড়াছড়ি-রাঙ্গামাটি) সড়কের মাটিরাঙ্গা থেকে রাঙ্গামাটি আসার পথে উচ্চ ক্যাংগালছড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মালবিহীন ট্রাক (ঢাকা মেট্র ট ১১-২৮৪২) ও নানিয়ারচর থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে যাওয়ার পথে অনটেস্ট মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ছলা প্রু মার্মা নিহত হন। এসময় তার সাথে থাকা আরো একজন আহত হয়। এসময় ট্রাকসহ চালককে আটক করে পুলিশ। নিহত ব্যক্তি খাগড়াছড়ির গুইমারা থানার চাইলা প্রু মার্মার ছেলে। আহত ব্যক্তি বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, দূর্ঘটনায় মৃত ছলা প্রু মার্মার লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটিকে পাঠানো হয়েছে এবং মোটর সাইকেল, ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। এব্যাপারে নানিয়ারচর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।