বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

172

দিলীপ কুমার দাশ, বাঘাইছড়িঃ-বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী দিন ব্যাপী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নসহ আয়োজিত প্রীতি ভোজে প্রধান অতিথি ছিলেন, ২১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক ফেরদৌস আহাম্মদ।
এসময় বিশেষ অতিথিরা ছিলেন, ৩৭ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক মোঃ জিয়ায়ুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, থানা অফিসার ইনসার্জ আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, কাচালং মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ।
অনুষ্টানে সসম্মানিত অতিথিদের উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্টানের সভাপতি ও ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সোহাগ পারভেজ। পরিশেষে কেক কাটা অনুষ্টানে ব্যাটালিয়নের চলমান কর্মকান্ডে প্রশংসাসহ ব্যাটালিয়নের সফলতা কামনা করেছেন, প্রধান অতিথি ফেরদৌস আহাম্মদ।