থানচি প্রতিনিধিঃ-বান্দরবান থানচি উপজেলা মায়ানমার সীমান্তে বড় মদক বাজার। বাজারের ওপারে লোকজন যাতায়াতের জন্য সাংগু নদীতে ঝুলন্ত সেতু নির্মান করা হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। ওপার এপার দুইপারে মানুষের মেইল বন্ধন ও পর্যটনের একধাপ এগিয়ে যাচ্ছে বলে মনে সীমান্তে বসবাসরত মানুষের। আগামি ৩০শে সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি ঝুলন্ত সেতুটি শুভ উদ্বোধন করে জনসাধারন ও পর্যটকদের জন্য উম্মুক্ত ঘোষনা করবেন।
জানা গেচ্ছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা প্রানপন চেস্টা ও পরিষদের অর্থায়নের প্রায় ২ কোটি টাকা ব্যয়ের গত ২০১৯-২১ অর্থ বছরের নির্মান কাজ বাস্তবায়ন করেছেন।
সেতুটিতে পুর্বপারে উদ্ভোধনের মাইলফলক নির্মান কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। মাইল ফলক নির্মান শ্রমিক ম্রাক্য মারমা ৪৫ জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মহোদয় শুভ উদ্বোধনের জন্য নির্ধারিত সময় তারিখের আগেই নির্মান কাজ বাস্তবায়ন করবো। বড় মদক বাজারে বাসিন্দা অংশৈম্যা মারমা ৫০ জানান, এ ঝুলন্ত সেতু নির্মানে ফলে বড় মদক অঞ্চলে একটি মাত্র সরকারী প্রাইমারী স্কুলের ওপারে কোমল মতি শিক্ষার্থীরা লেখা পড়া করার সুযোগ পাচ্ছে।
একই বাজারে বাসিন্দা উবামং মারমা ৪৮ বলেন, ওপারে প্রুসাঅং কারবারী পাড়া, উসামং পাড়া, ঙাসালাং পাড়া, উসাথোয়াই পাড়া, জুগিরাং পাড়া, চাইশৈউ পাড়া, বাসিংঅং পাড়া, পাতোয়া ম্রো পাড়া, অংগি খুমী পাড়া, ঙারেসা পাড়া, য়ংনং ম্রো পাড়াসহ প্রায় ৩০টি পাড়ার লোকজন বর্ষাকালে সাংগু নদীতে পানি বেশী থাকলে অনেক কস্ট হয়েছিল এপারে আসতে সুতারাং এ ঝুলন্ত সেতু হবে দুই পারে ৫ হাজার মানুষের সেতু বন্ধন।
রেমাক্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার ও য়ংনং পাড়া বাসিন্দা মাংনং মেম্বার বলেন, সাংগু নদীতে পুর্বপারে বড় মদক বাজার পশ্চিম পারে ১২টি ক্ষুদ্রনৃগোষ্ঠি পাড়া রযেছে নদী পাড়াপারে নৌকা বিকল্প নেই। এবার ওপার এপার পারাপারের জন্য বর্তমান সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রী ও আমাদের মন্ত্রী মেইলবন্ধনের একটি ঝুলন্ত সেতু নির্মান করার মন্ত্রী মহোদয়কে প্রান ঢালা শুভেচ্ছা ও সেলুট জানাই।
পার্বত্য বান্দরবান জেলা পরিষদের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকোশলী থোয়াইচমং মারমা বলেন, রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা ও আমাদের প্রকৌশল বিভাগ সকলের অনেক কস্ট ত্যাগ করেই বড় মদকবাসীদের দাবী একটি ঝুলন্ত সেতু নির্মান করতে পেরেছি। এটি আমাদের জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ক্যশৈহ্লা নির্দেশ ক্রমে হয়েছে। এছাড়াও পর্যটকদের জন্য আপার সম্ভাবনা দোয়ার খুলে দিয়েছি।
রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা বলেন, থানচি উপজেলা দুর্গম সীমান্তে বিনোধন, পর্যটন, আর ওপার এপার পারাপারে জন্য ঝুলন্ত সেতুটি অনেক কাজে লাগবে। তাছাড়া নদীর পশ্চিম পারের অনেক কোমল মতি শিক্ষার্থী আছে স্কুলে রীতিমত আসতে পারছেনা। নদীর পানি বৃদ্ধি পেলে স্কুল ঘন্টা তাদের জন্য বন্ধ হয়ে যায়। সেটি চিন্তা করে মাননীয় চেয়ারম্যান সেতুটি নির্মান করে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মহোদয় ২৯-৩০ সেপ্টেম্বর দুই দিনের থানচি সফরের আসছেন। তিনি দুইটি বাস্তবায়িত মেগা প্রকল্প শুভ উদ্বোধন করে উম্মুক্ত ঘোষনা করবেন। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নের নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নিত বাস্তবায়িত বহুতল ভবন, ড্রমেটরীয়ান ভবন, এবং বড় মদকের ঝুলন্ত সেতু, শুভ উদ্বোধন করবেন। এছাড়াও ইতিপুর্বে পানি বাহিত কারনে ডায়রিয়া আক্রান্ত পাতোয়া পাড়া, অংগি খুমী পাড়া, ঙারেসা পাড়া, য়ংনং পাড়ায় জেলা প্রশাসকের বিশুদ্ধ পানিয় ব্যবস্থার জন্য বাস্তবায়িত প্রকল্প গুলি শুভ উদ্বোধন করবেন।