দীঘিনালায় মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ

134

সোহেল রানা, দীঘিনালাঃ-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট কোভিড-১৯ করোনা মহামারী সংকটে ইকোসেক প্রকল্পভুক্ত কমিউনিটির সমূহের ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং কোভিড-১৯ টিকা ফ্রি রেজিস্ট্রেশন সেবা প্রদান করাও হয়।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা অডিটমিয়াম হলরুমে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ এ কে এম পেয়ার আহমেদ, বোয়ালখালী ইউনিয়ন চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইকোসেক প্রকল্পের ফোকাল পার্সন বাকি বিল্লাহ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ইকোসেক জেনারেলিস্ট রাকিবুল হাসান শুভ, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, ইকোসেক প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রিপন রায়, ইকোসেক প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা ফরহাদ হোসেন।
এতে দীঘিনালায় ইকোসেক প্রকল্পভূক্ত বোয়ালখালী ইউনিয়নের নৌকাছড়া পাড়ার ৭২ পরিবার ও মেরুং ইউনিয়নের লাম্বাছড়া পাড়ার ৬৭ পরিবারকে ৪ হাজার ৫০০ টাকা হারে নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথভাবে এই সহায়তা বিতরণ করছে।