বিলাইছড়িতে কোভিত টিকার কার্যক্রম শুরু

139

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়িতে আবারও করোনা টিকার কার্যক্রম শুরু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, সোমবার (৬ সেপ্টেম্বর) প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৫৫ জন,আর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৪০ জন মোট ১৯৫ জনকে সিনোফার্ম করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানান।
এইসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশ্মি চাকমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান। মোট ৮০০টি ভায়াল এসেছে ১টি ভায়ালে ৫ জন করে হলে সে হিসাবে (৫X৮০০)=৪০০০ জনের দেহে করোনা টিকা দেওয়া যাবে।
অন্যদিকে, র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১ জনকে করোনা পরীক্ষা করা হলে একজনই নেগেটিভ বলে জানা যায়।