সরকার সকল ধর্মের মানুষের কথা সব সময় চিন্তা করে-দীপংকর তালুকদার এমপি

85

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাঙ্গামাটির সাতটি বৌদ্ধ বিহারকে ট্রাস্টের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য বিধি মেনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তার বাস ভবনে বিহার পরিচালনা কমিটির সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাঙ্গামাটি জেলা ট্রাষ্টি জয় সেন তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতা কেরল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১০হাজার টাকা করে সাতটি বৌদ্ধ বিহারকে ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
দীপংকর তালুকদার এমপি বলেন, সরকার সকল ধর্মের মানুষের কথা সব সময় চিন্তা করে। তাই প্রতিটি ধর্মের কল্যাণে কাজ করার জন্য ট্রাষ্ট্রি নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, পার্বত্য রাঙ্গামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিহারের উন্নয়নেও কাজ করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক চেতনা মানুষ বলে দেশকে একটি অসাম্প্রদায়িক দেশে রূপান্তর করেছে।