নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইসলামপুর এলাকার মোঃ আব্দুল লতিফ (খলিফা) এর ছেলে বিবাহিত মোঃ হালিম (খলিফা) (২৪) নামে এক নির্মাণ শ্রমিক গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (৩০ আগষ্ট) বিকেলে কিশোরী ভিকটিম বাড়িতে একা থাকায় হালিম এসে তার বাড়ির উঠানে ভিকটিমের গায়ে জোর পুর্বক হাত দিয়ে জরিয়ে ধরলে ভিকটিকমের চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
নানিয়ারচর থানা অফিসার্স ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, ওই স্কুলছাত্রীর মায়ের অভিযোগে ভিত্তিতে মোঃ হালিম (খলিফা)কে গ্রেফতার করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (স/০৩) এর ১০ ধারায় তাকে আদালতের সোপর্দ করা হয়েছে।