কাপ্তাইয়ের কুকিমারায় সন্ত্রাসী দু’গ্রুপের বন্দুক যুদ্ধে এক বৃদ্ধ কৃষক নিহত

101

কাপ্তাই প্রতিনিধিঃ-রাঙ্গামাটি কাপ্তাইয়ের কুকিমারা এলাকায় সন্ত্রাসীদের দু’টি গ্রুপের বন্দুক যুদ্ধের ঘটনায় এক পথচারী কৃষক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম থোয়াই অংপ্রুুগ্রী মারমা। সোমবার (৩০ আগষ্ট) সন্ধ্যার দিকে সন্ত্রাসীদের দু’টি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা হয় বলে স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের বড়ইছড়ি – ঘাগড়া সড়কের পাশে কুকিমারা এলাকায় সন্ধ্যার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা য়ায়। পরে খবর পাওয়া যায় গোলাগুলিতে ৭০ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছে। তবে কারা এ গোলাগুলির সাথে জড়িত কেউ নিশ্চিত করতে পারেনি।
ওয়ার্ডের ইউপি সদস্য অংসাপ্রু মারমা জানান, সোমবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার কিছুটা পর গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম থোয়াই অংপ্রুুগ্রী মারমা। তিনি কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে বলে জানান তিনি। নিহত ব্যক্তি পেশায় একজন কৃষক বলে স্থানীয়রা জানান। এসময় তিনি উক্ত রাস্তা দিয়ে কৃষি কাজ সেরে তাঁর বাড়িতে ফিরছিলেন বলে জানান ইউপি সদস্য অংসাপ্রু মারমা।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তি কিভাবে মারা গেছে তা এখনোও জানা যায়নি, তদন্ত পূর্বক এই ঘটনার বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং লাশ বর্তমানে কাপ্তাই থানায় পুলিশের হেফাজতে রয়েছে বলে ওসি জানান। তিনি জানান এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।