নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি শহরে ঘরের আঁড়ার সঙ্গে ফাস লাগিয়ে আত্মহত্যা করেছেন মো. আলমগীর (৩৫) নামের এক যুবক। রবিবার (২৮ আগস্ট) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
আত্মহত্যাকারী ব্যক্তি জেলা শহরের পশ্চিম মুসলিম পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় দিন মজুর বলেও জানান তিনি।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে মো. আলমগীর নেশাগ্রস্থ হয়ে নিজ ঘরে প্রবেশ করে শ্বাশুরী এবং তার স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপর কলহের জের ধরে ওইদিন রাতে কোন এক সময় নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রবিবার (২৯ আগষ্ট) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে এসে পৌছেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।