আলীকদমে লিন প্রকল্পের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

130

হাসান মাহমুদ, আলীকদমঃ-বান্দরবানের আলীকদমে কারিতাস লিন প্রকল্পের বার্ষিক বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লিডারশীফ টু এনশিউর এডিকুয়োট নিউট্রিশন (লিন) প্রকল্পের সহযোগীতায় এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে রবিবার (২৯ আগষ্ট) সকাল ১০ টায় আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্তকর্তা এম দিদারুল আলম এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কারিতাস লিন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শৈথিংয়ী এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল।
কর্তশালায় বিগত এক বছরে লীন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রম, অর্জন ও বাধাসমূহের বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে লিন প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সংশ্লিষ্ঠ বিভাগের সাথে সমন্বয় রেখে কাজ করলে লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জিং ধাপগুলোকে আরো সহজে অতিক্রম করা সম্ভব হবে। এছাড়াও প্রতিটি কার্যক্রমে সংশ্লিষ্ঠ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকলে কার্যক্রম আরো ফলপ্রসূ হবে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ মোঃ আশিক, ডাঃ বেলাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুপম কুমার মহন্ত, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, আলীকদম প্রেসক্লাবের সভাপতি সংবাদিক হাসান মাহমুদ প্রমূখ।