সোহেল রানা, দীঘিনালাঃ-বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি প্রতিপাদ্য ধারন করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দীঘিনালা মৎস্য অধিদপ্তর।
শনিবার (২৮আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেসবিফিং করেন মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, প্রথম আলো দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া, কালের কন্ঠ প্রতিনিধি মোঃ জাকির হোসেন, ডেইলি অবজারভার ও আমার সংবাদ প্রতিনিধি মোঃ সোহেল রানা, ভোরের ডাক প্রতিনিধি মোঃ আল আমিন, সাংবাদিক মোঃ নুর হোসেন ও সাংবাদিক মোঃ আক্তার হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা উপজেলার মাছ চাষে চিত্রতুলে ধরে বলেন, দীঘিনালা স্থানীয় মাছ চাষিরা মাছ উৎপাদন করে উপজেলার মাছে চাহিদা পূরন করছে। উপজেলায় ১ হাজার ৬ জন মাছ চাষি রয়েছে। ছোট বড় ১ হাজার ২শত ৪৩টি পুকুর ও দুই পাহাড়ে মাঝে বাঁধ দিয়ে তৈরি করা ৬১ ক্রিকে মাছ চাষ হচ্ছে।