বিলাইছড়িতে একদিনে ৩৯০ জনের করোনা টিকা গ্রহণ

174

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়িতে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল থেকে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, একদিনে সিনোফার্ম করোনা টিকা নিয়েছেন ৩৯০ জন।
তার মধ্যে ১ম ডোজ ৩৮০ জনের মধ্যে ১৯৩ জন পুরুষ এবং ১৮৭ জন মহিলা। আর ২য় ডোজের টিকা দেওয়া হয়েছে পুরুষ ৪ জন, মহিলা ৬ জন বলে জানান। আর এতে এক ভায়ালে দুই জনকে মোট ১৯৫ টি ভায়ালে ঐ টিকা দেওয়া হলো। আর ১৮ বছর উর্ধ্বে বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে দিন দিন টিকা গ্রহনকরী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনী মানুষের মাঝেও টিকা নিতে আগ্রহ দেখা যাচ্ছে।
অন্যদিকে বৃহস্পতিবার কেউ করোনা র‍্যাপিড এন্টিজেন টেস্ট করতে আসেনি বলেও জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ। আইসোলেশনে যে সব রোগী রয়েছেন তারা সবাই সুস্থ রয়েছেন বলেও জানান।