করোনায় কর্মহীনদের মাঝে খাগড়াছড়িতে জনতা ব্যাংকের খাদ্য সহায়তা বিতরণ ও বৃক্ষরোপন

145

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা করেছে জনতা ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জনতা ব্যাংক লিমিটেড (চট্টগ্রাম অঞ্চল-এ) এর আয়োজনে খাগড়াছড়ি শাখা কার্যালয়ে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জনতা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শ্যামল বিশ্বাস। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
এ সময় শ্যামল বিশ্বাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি পালন করছে জনতা ব্যাংক। কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতেও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনাকালীন সময়ে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রুপন বড়ুয়া, ইঞ্জিনিয়ার নির্মল দাশ, জনতা ব্যাংকের খাগড়াছড়ি শাখা ব্যবস্থাপক মিন্টু খীসা, জেলা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার (পিও) এস. এম নাসির উদ্দীন, পিও- আহসান উদ্দীন প্রমুখ।
শোক দিবসে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২২ পরিবারের মধ্যে চাল ১০ কেজি, আলু ৪ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, পেঁয়াজ ০১কেজি, লবন ০১ কেজি, সাবান ০১ কেজিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ শেষে ব্যাংকের জেলা শাখা কার্যালয়ের প্রাঙ্গণে কয়েকটি ঔষধি গাছ লাগানো হয়।