কাপ্তাই প্রতিনিধিঃ-করোনায় অতি মহামারিতে গৃহীত কর্মসূচি বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) বেলা ১২টায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এই সভার আয়োজন করে। এতে সরকারি কর্মকর্তা, কাপ্তাই ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্কাউটস এবং ক্রীড়া সংস্থার সম্পাদকরা অংশ নেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এই সভা ও পরবর্তী কার্যক্রম উদ্বোধন করেন।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন ।
অবহিতকরন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন।
অবহিতকরণ সভায় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কার্যক্রম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।