রোয়াংছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

130

রোয়াংছড়ি প্রতিনিধিঃ-বান্দরবানের রোয়াংছড়িতে শ্রদ্ধা ও ভালবাসায় সারাদেশে ন্যায় রোয়াংছড়িতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী ও আধা সরকারীসহ সকল শিক্ষা ও স্বায়ত্তশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করেন।
রবিবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রোয়াংছড়ি কলেজ, স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে হয়। পরে উপজেলা পরিষদের সভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্ল্যাহ আল জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন, রোয়াংছড়ি কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষ উথোয়াইপ্রু মারমা সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্ল্যাহ আল জাবেদ রোয়াংছড়ি কলেজ মাঠে বৃক্ষ রোপন করা হয়।