বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের দুই সদস্য আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার

105

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসিত) দলের দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) ভোর রাতে করেংগাতলী আর্মি ক্যাম্প থেকে ৪.৫ কিঃমি উত্তর দিকে উত্তর বঙ্গলতলী নামক এলাকা থেকে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২) নামে দুই অস্ত্রধারী ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর একটি অপারেশন দল। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোন এই বিশেষ অপারেশনটি পরিচালনা করে।
সেনাবাহিনী জানায়, আটক ওমর চাকমা (৩৪) এবং রকেট চাকমা (২২) দীর্ঘদিন যাবৎ করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল। আটকের পর তাদের তল্লাশি করে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, নগদ টাকা, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ শেষে দুই সন্ত্রাসীদেরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেয়া হবে।