নানিয়ারচরে টিকা নিতে আগ্রহীদের উপচে পড়া ভিড়, মানছে না স্বাস্থ্যবিধি

119

নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচরে জনসাধারণের মাঝে টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে পাহাড়সম। উপজেলার ২৫ উর্ধ্ব যুবক, নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী সকলেই টিকার মেসেজ পেয়েও আবার না পেয়েও রেজিস্ট্রশন করা মাত্রই রেজিস্টেশনের কার্ড হাতেই ছুটে চলছে হাসপাতালে দিকে।
শনিবার (৮ আগষ্ট) গনটিকার পর দিন রবিবার হতে উপজেলায় করোনার টিকার ১ম ও ২য় ডোজ দিতে শুরু হলে সোমবার সকাল হতেই প্রায় ৫ শতাধিক জনমানুষের সমাগম দেখা যায় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। ভিড়ের মধ্যে গাদাগাদি করে করোনা টিকা নেয়া কতটা স্বাস্থ্য সম্মত এবং করোনার প্রভাব বিস্তারে সাহায্য করবে কিনা প্রশ্ন তুলছেন অনেকেই।
এসময়ে নারী বৃদ্ধ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৯ আগষ্ট (সোমবার) দুপুর ২টা অব্দি প্রায় ৪’শতাধিক এর উপরে করোনার টিকার ১ম ও ২য় ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা।
তিনি আরো জানান, করোনার টিকা পাওয়ার দিন তারিখ গ্রহিতার নাম্বারে মেসেজ পেয়ে নির্দিষ্ট দিন না আসার কারনে ও অনেকে মেসেজ না পেয়েই চলে আসার কারনে টিকা গ্রহনে ভিড় হচ্ছে। আগ্রহী জনসাধারণ যদি মোবাইলের মেসেজ অনুসারে নির্দিষ্ট দিন টিকা গ্রহন করতে আসেন তবে আমদেরও সুবিধা হয়। ভিড়ও কমে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন।