কাপ্তাইয়ের ৩২ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

107

কাপ্তাই প্রতিনিধিঃ-পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের উদ্যোগে জলাধারায় সহ- ব্যবস্থাপনা এসআইডি ও সিএইসটি (এস আই ডি সিএইজটি) প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরের সৃজিত এএনআর বাগানের অংশীজনের মাঝে ৩২ হাজারের বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারই অংশ হিসাবে রবিবার (৮ আগষ্ট) দুপুর ১২ টায় কাপ্তাই বন বিভাগের বড়ইছড়ি নার্সারী প্রাঙ্গনে অংশীজনদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান প্রধান অতিথি উপস্থিত থেকে এই চারা বিতরণ কার্যক্রমের উদ্বাধন করেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় এসিএফ মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান, জেটিঘাট ষ্টেশন কর্মকর্তা প্রীতিময় চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্তসহসহ বন বিভাগের বিট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ফলজ ও বনজ গাছের চারার মধ্যে রয়েছে আমলকি, হরতকি, বহেরা, কমলা লেবু, পেয়ারা, কাঁঠাল, জলপাই, চিকরাশি ইত্যাদি।