লামায় কৃষক পরিবারের সদস্যদেরকে করোনা ভাইরাস টিকা প্রদানে বিএটিবি’র বিনামূল্যে রেজিষ্ট্রেশন শুরু

76

লামা প্রতিনিধিঃ-বান্দরবানের লামা, আলীকদম ও চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের কৃষক পরিবারের সদস্যদেরকে করোনা ভাইরাস টিকা প্রদানের লক্ষ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেছে বেসরকারী সংস্থা বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী বাংলাদেশ লিমিটেড (বিএটিবি)।
সোমবার (২ আগষ্ট) দুপুরে লামা পৌরসভার লাইনঝিরিস্থ লীপ এরিয়া কার্যালয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্ভোধন করেন, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ্ জাহান, ডা. মোহাম্মদ রোবিন, বিএটিবি’র লীপ এরিয়া ম্যানেজার আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
টিকা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন কার্যক্রমের সত্যতা নিশ্চিত করে সংস্থার লামা লীপ এরিয়া ম্যানেজার মো. আল আমিন বলেন, কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ১২টি মোবাইল টিম ও লীপ এরিয়া কার্যালয়ে ৩টি টিমের মাধ্যমে অনলাইনে রেজিষ্ট্রেশনে কাজ করছেন এক্সপার্টরা। উপজেলার সকল কৃষক পরিবারের সদস্যদের মাঝে টিকার রেজিষ্ট্রেশন শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে তিনি জানান।