বান্দরবানে বিনামুল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কাজে সহায়তা করছে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প (সিডিসি)

93

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-সাধারণ জনগনকে টিকা প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবান সদরের উজানীপাড়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প (সিডিসি) এর আওতায় বিনামুল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
সপ্তাহে ২দিন (প্রতি রবিবার ও বুধবার) সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত উজানীপাড়া পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প অফিস প্রাঙ্গনে আগত ব্যক্তিদের বিনামুল্যে এই করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কাজে সহায়তা করছে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প এর কর্মকর্তারা।
পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প এর প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) জানান, এখনো অনেক মানুষ করোনা সর্ম্পকে সচেতন নয় এবং আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় অনেকেই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করছে না, আর এতে করোনার ঝুঁকি প্রতিনিয়তই বাড়ছে। লালরিন সাং বম (লালরিন) আরো জানান, যারা জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নম্বর নিয়ে আমাদের অফিস প্রাঙ্গনে আসছে তাদের আমরা স্বাস্থ্যবিধি মেনে বিনামুল্যে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করে দিচ্ছি।