থানচিতে ১৬ হাজার ৮০ জনকে ভ্যাকসিন দেয়ার ব্যাপক প্রস্তুতি

164

থানচি প্রতিনিধিঃ-বান্দরবানে থানচি উপজেলা ১৬ হাজার ৮০ জনকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন টিকা দেয়ার ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ের উপজেলা ৪টি ইউনিয়নের ৭ই আগস্ট থেকে ১৩ই আগস্ট পর্যন্ত করোনা প্রতিরোধক ভ্যাকসিন টিকা দেয়ার আগামিকাল সোমবার হতে ওযার্ডে, ইউনিয়নের বাস্তবায়ন কমিটি গঠন, গনসচেতনতা জন্য বাজারে মাইকিং, মাস্ক পড়া, স্যাইনিটাইজার ব্যবহার, হাত ধোয়া নিশ্চিৎ করারসহ করোনা ভ্যাকমিন জিরো টলারেন্স নিয়ে আসার সিন্ধান্ত গৃহীত হয়।
রবিবার (১ আগষ্ট) থানচি উপজেলা পরিষদে চেয়ারম্যানের। কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে, উপজেলক স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক প্রস্তুতি সমন্বয় সভায় উপরোক্ত সিদ্ধান্ত নিয়েছেন।
১৮ বছরের উপরে সকল শ্রেনীর পেশা জনগন এ টিকা গ্রহন করা প্রয়োজনীয়তা গুরুত্বপুর্ণ। উপজেলা ৪ ইউনিয়নের ৪টি ক্যাম্প স্থাপন করবেন। এছাড়াও দূর্গমতা কারনে সীমান্ত এলাকায় বড় মদক, ছোট মদক, রেমাক্রী বাজারে সরকারী প্রার্থমিক বিদ্যালয় গুলিতে ক্যাম্প স্থাপন করবেন।
৭,৮,৯ আগস্ট ২০২১ রেমাক্রী ইউনিয়নে তিনটি কেন্দ্রের টিকা দেয়ার সময় রেজিস্ট্রশনের জন্য শুধু মাত্র জাতীয় পরিচয় পত্র সংগে আনার অনুরোধ করছেন। ১০,১১,১২ আগস্ট তিন্দু, বলিপাড়া, থানচি ইউনিয়ন পরিষদ ভবনের এ টিকা দেয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শুধু মাত্র থানচি সদর ইউনিয়নের থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে কেন্দ্র করা হয়েছে বলে সিন্ধান্ত হয়।
করোনা টিকা শতভাগ জনগনকে দেয়ার প্রস্তুতি অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, এ সময় উপজেলাা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি থানা পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্ধীপ রায়, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: তারিকুল ইসলাম, এলইজিডি উপসহকারী প্রকৌশলী মো: জাকের হোসেন, ৪ ইউপি চেযারম্যানরা উপস্থিত ছিলেন।