নানিয়ারচরে প্রধানমন্ত্রী উপহারের ঘর পরিদর্শনসহ পাহাড় ধ্বস প্রতিরোধে মাইকিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

116

নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচরে টানা বৃষ্টির অতি বর্ষনের ফলে পাহাড় ধ্বসের আশঙ্কা থাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আশঙ্কাযুক্ত এলাকাগুলোতে জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় ও সচেতনতা অবলম্বন করতে প্রচারণা মাইকিং করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী উপহারের ঘর পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩০ জুলাই) সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহারের ঘর প্রত্যন্ত গ্রাম ঘুরে ঘুরে উপজেলার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর মনিটরিং ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন, উপজেলার ভূমিধ্বসের আশঙ্কা যুক্ত ঝুঁকিপূর্ণ বগাছড়িসহ ও প্রান্তিক এলাকা গুলোতে ভূমিধ্বস প্রতিরোধে করণীয় বিষয়ে মাইকে প্রচারণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি এবং রাঙ্গামাটির নানিয়ারচরে চলমান কঠোর লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৬ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির এই অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য ও মুখে মাস্ক বিহীন চলাফেরা করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ব্যাবসায়ী ও পথচারী ০৬ জনকে ৮শত’ টাকা জরিমানা করা হয়।
এসময় নানিয়ারচর অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।