দীঘিনালায় কর্মহীন চালকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

85

সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা কবাখালী ইউনিয়ন মাহিন্দ্রা টাক্টার চালক ও কর্মহীনদের মাঝে জিআর কর্মসূচী আওতায় নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনায় কঠোর লকডাউনে উপজেলার কবাখালী ইউনিয়নে ১ শত জন মাহিন্দ্রা চালক ও কর্মহীনদের মাঝে ৫শত টাকা করে নগদ অর্থ প্রদান করে কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ সুমন জলিল, মোঃ জয়নাল আবেদীন, মোঃ নুরুল আফসার মুনাফ, মোঃ শামসু প্রমূখ।
চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, দেশে মহামারি করোনালীন সময় সরকারি কঠোর লকডাউনে বিধি নিষেধে এলাকার মাহিন্দ্রা টাক্টর চালকে কর্মহীন হয়ে পরে সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই সরকার চালক ও কর্মহীনদের মাঝে ৫শত টাকা করে ১শত জনকে ৫০হাজার টাকা বিতরন করা হয়েছে। তদারকিকর্মকর্তা হিসাবে দায়িত্বে ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর মো: মাইন উদ্দিন।